শুক্রবার, ২৬ জুন, ২০০৯

জলজ প্রাণী: মাছ

ছোট মাছের বড় ক্ষমতা



।। লন্ডন থেকে রয়টার্স ।।
ইউরোপে ঝরনার জলে বিচরণ করা স্টিকলব্যাক নামের ছোট একটি মাছের মানুষের মতো শেখার ক্ষমতা আছে। ব্রিটিশ বিজ্ঞানীরা বুধবার একথা জানিয়েছেন। স্টিকলব্যাক মাছ অন্য মাছের আচরণ পর্যবেক্ষণ করে বুঝতে পারে কোন খাবারের মান ভাল। বিজ্ঞানীরা মনে করছেন, স্টিকলব্যাকই প্রাণীকুলের মধ্যে প্রথম মানুষের মতো সামাজিক-শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ কৌশল রপ্ত করার মতো ক্ষমতা দেখাল। ডারহাম বিশ্ববিদ্যালয়ের জেরেমি কেনডাল বলেছেন, ছোট মাছের মস্তিষ্ক হয়তো ছোট, কিন্তু তাদের শেখা-বোঝার বিস্ময়কর ক্ষমতা আছে।

সেন্ট এন্ড্রুস বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকের সঙ্গে মিলে কেনডাল পরীক্ষা চালিয়ে দেখেছেন, ৭৫ শতাংশ স্টিকলব্যাক মাছই অন্য মাছকে পর্যবেক্ষণ করে বুঝতে পারে জলাধারে সেরা খাবারের পাত্রটি কোনটি। যদিও ঐ পাত্রের খাবারের স্বাদ আগে পায়নি স্টিকলব্যাক। বিহ্যাভিয়ার‌্যাল ইকোলোজি নামের সাময়িকীকে বিজ্ঞানীরা লিখেছেন, স্টিকলব্যাক সামাজিকভাবে শেখার দক্ষতা প্রদর্শন করেছে যা এখন পর্যন্ত অন্যপ্রাণীদের মধ্যে দেখা যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন